নিজস্ব সংবাদদাতা: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে পরীক্ষার ৫৪ দিন পর। শুক্রবার রাতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com-এ ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা রোল নম্বর দিয়ে লগ ইন করে ‘View Result’ ক্লিক করে নিজের ফলাফল দেখতে পারবেন।
তবে প্রকাশের পর রাত ১১টা পেরিয়ে গেলেও অনেক পরীক্ষার্থী ফলাফল দেখতে পারেননি, ওয়েবসাইটে প্রবল চাপের কারণে অনেক সময় লগ ইন করতে সমস্যা হয়েছে বলে জানা গেছে।
গত ১৪ সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হয় ৩৫টি বিষয়ে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ছিল ৬০। এই স্তরে মোট ১২,৫১৪টি শূন্যপদ রয়েছে। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ২,৪৬,৫৪৩ জন, এর মধ্যে ২,২৯,৬০৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
কমিশন সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে ১৭ নভেম্বর থেকে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে এবার প্রতি ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
নবম-দশম শ্রেণির তুলনায় একাদশ-দ্বাদশ স্তরে শূন্যপদ তুলনামূলক কম হওয়ায় এই স্তরের ইন্টারভিউ ও যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা করেছে এসএসসি।
কমিশনের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য সমস্ত তথ্য ও ধাপ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।