নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু হতেই সক্রিয় হয়ে উঠেছে বামফ্রন্টের বিভিন্ন সংগঠন। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ পড়া কিংবা মৃত, ভুয়ো ভোটারদের নাম থেকে যাওয়া— এই দুই আশঙ্কাকে সামনে রেখেই বাম দলগুলি একযোগে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্যের মানুষকে পাশে থাকার বার্তা দিয়ে সিপিআইএম ও বিভিন্ন গণসংগঠনগুলির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার প্রকাশ করেছে। সেখানে লেখা — “রাজ্যজুড়ে ভোটার অধিকারের সহায়তা কেন্দ্র”। সঙ্গে রাজ্যের মানচিত্র ও ভোটার কার্ড হাতে সাধারণ মানুষের ছবি।
সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, এবং কোনও মৃত বা ভুয়ো নাম রাখা চলবে না। পার্টি সূত্রে খবর, প্রতিটি জেলা ও এলাকায় পার্টি অফিসে ২০০২ সালের পুরনো ভোটার তালিকা রাখা থাকবে যাতে মানুষ নিজের নাম যাচাই করতে পারেন।
বিহারে সম্প্রতি দেখা গিয়েছিল, কয়েক লাখ বৈধ ভোটারকে নানা অজুহাতে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই রাজ্যে শুরু হয়েছে বামফ্রন্টের তৎপরতা। বাম নেতৃত্বের দাবি, ইলেকশন কমিশন যেন বাংলায় একই ভুল না করে, সেই জন্য আগেভাগেই তারা প্রস্তুতি নিচ্ছে।
রাজ্য সিপিআইএমের তরফে নানান প্ল্যাটফর্মে একাধিকবার বর্তা দেওয়া হয়েছ, SIR নিয়ে অনেকের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হয়েছে। তারা মানুষের পাশে আছে, কেউ সমস্যায় পড়লে সরাসরি পার্টি অফিস বা স্থানীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে কমিশনের কাছে পার্টি বিষয়টি নিয়ে যাবে।
সোশ্যাল মিডিয়ায় DYFI-র পোস্টার শেয়ার হতেই নেটিজেনদের একাংশ প্রশংসা করেছেন উদ্যোগটির। কেউ লিখেছেন, “মানুষের পাশে থাকুন, বিষয়টি নিয়ে আরও প্রচার করুন।” কেউ আবার পরামর্শ দিয়েছেন, “দরকারে মাইকে করে ঘোষণা করে দিন, যাতে প্রত্যেক মানুষ জানেন কোথায় যোগাযোগ করতে হবে।”
ইতিমধ্যেই বিভিন্ন জেলায় DYFI ও SFI-র তরফে বুথভিত্তিক সহায়তা শিবির গড়ে তোলার কাজ শুরু হয়েছে। বাম শিবিরের বার্তা, “ভোটাধিকার রক্ষাই এখন লড়াইয়ের প্রথম ধাপ।”