১৩ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে আমেরিকার গোয়েন্দাগিরি সংক্রান্ত গোপন তথ্য রাশিয়ার হাতে!

ব্যুরো রিপোর্ট: আমেরিকার এক সরকারি ঠিকদার সংস্থার প্রাক্তন কর্তাকে, রাশিয়ার কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত করেছে এক মার্কিন আদালত। যা নিয়ে আমেরিকায় রীতিমতো জলঘোলা শুরু হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ভাবে যুদ্ধ চলছে তার মধ্যে গোপন তথ্য পাচারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই সংক্রান্ত মার্কিন বিশেষজ্ঞরা।

অভিযুক্ত ব্যক্তি এমন একটি মার্কিন সংস্থায় কাজ করতেন যারা আমেরিকার ফেডারেল এজেন্সিগুলির দ্বারা ব্যবহৃত সাইবার নজরদারি বা গোয়েন্দাগিরির সরঞ্জাম সরবরাহ করে। এখন এই সংস্থার কোনও উচ্চ পদস্থ কর্মী রাশিয়াকে ওই সব যন্ত্র সংক্রান্ত গোপন তথ্য সত্যিই পাচার করে থাকে তবে তা আমেরিকার ক্ষেত্রে বেশ উদ্বেগের।

বর্তমান যুগে তথ্যই সব থেকে বড় হাতিয়ার। যুদ্ধের পরিস্থিতি বদলে দিতে পারে ছোট থেকে অতি ছোট কোনও তথ্য। আমেরিকা যখন চিন এবং রাশিয়ার সঙ্গে হাইপারসনিক মিশাইল প্রতিযোগিতাকে আরও বৃদ্ধি করতে চাইছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে যখন গোটা বিশ্ব তাকিয়ে আছে, সেই সময় মার্কিন গোপন তথ্য পাচারের বিষয়টি যথেষ্ট খারাপ খবর আমেরিকার ক্ষেত্রে।

আমেরিকার একটি জেলা আদালতের প্রসিকিউটররা ১৪ অক্টোবর দাবি করেছেন, পিটার ইউলিয়ামস নামের ওই ঠিকদার সংস্থার কর্মী ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৫ এর জুন পর্যন্ত দুটি কোম্পানির অন্তত ৮টি গোপন তথ্য চুরি করে। এবং তা ১৩ লক্ষ মার্কিন ডলারে রাশিয়ার এক ক্রেতাকে বিক্রি করেন। তবে উইলিয়ামস কোন কোম্পানিতে কাজ করতেন এবং কী কী গোপন তথ্য চুরি করেছেন তা প্রকাশ্যে আসেনি। ওয়াশিংটন ডিসিতে উইলিয়ামসের বিলাসবহুল বাড়ি থেকে দাবি ঘড়ি গয়না সহ বহুমূল্য জিনিসপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *