নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনি শহরের বিখ্যাত বন্ডি বিচে হানুক্কাহ (Chanukah) উৎসবের সময় গত রবিবার এক প্রাণঘাতী গুলিবর্ষণে অন্তত ১৫ জন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলায় সংশ্লিষ্ট দুই বন্দুকধারী একই পরিবারের বাবা ও ছেলে—৫০ বছর বয়সী সাজিদ আকরাম এবং তাঁর ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম—দু’জনেই পিস্তল ও লাইসেন্সকৃত বন্দুক নিয়ে নির্বিচারে গুলি চালায়। অস্ট্রেলিয়ায় কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন থাকা সত্ত্বেও কী ভাবে এমন হামলা ঘটাল তা নিয়ে উঠছে প্রশ্ন। এই হামলা গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ায় সব থেকে বড় গুলিকাণ্ড।
পুলিশের মুখপাত্র নিউ সাউথ ওয়েলস কমিশনার ম্যাল ল্যানন সংবাদ মাধ্যমকে জানান, সন্ত্রাসী হামলায় যুক্ত থাকা দুই বন্দুকধারীর মধ্যে সাজিদ আকরাম পুলিশের গুলিতে নিহত হয়েছেন, আর তাঁর ছেলে নাভিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা লেবেনান থেকে এসেছেন এবং ধর্মে দুই আততায়ী ক্রিশ্চান বলে জানা গিয়েছে।
রবিবার হানুক্কাহ (Hanukkah) উৎসব চলছিল। এটি ইহুদিদের ‘আলোর উৎসব’, যা প্রায় ২,২০০ বছর আগে জেরুজালেমের পবিত্র মন্দিরকে পুনরুদ্ধার (rededication) করার ঘটনাকে স্মরণ করে পালিত হয়। পুলিশের অনুমান এই গুলিবর্ষণ ইহুদিদের লক্ষ্য করে করা হয়েছে—কারণ হানুক্কাহ উৎসবের প্রথম দিনে প্রচুর মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
>Bondi hero is Edward Crabtree a local from Bondi,
— Hindustani Blood ( 🚩) (@Ritu1994) December 14, 2025
This man is a hero! 👏🏻#SydneyAttack #Australia
https://t.co/xKIpjMruyR
সাজিদ আকরাম দীর্ঘদিন ধরে ফসলের দোকান চালাতেন এবং পুলিশের তথ্যানুযায়ী তিনি লাইসেন্সধারী অস্ত্র মালিক ছিলেন। তার নামে একাধিক বন্দুক নিবন্ধিত ছিল এবং ওই অস্ত্রগুলোই হামলায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে, হামলার সময় আতঙ্কে শত শত লোক ছুটে পালাতে দেখা যায়। শহরের অন্যান্য অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হামলার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও পেছনের সম্ভাব্য কাদের মদত ছিল, আর কারা কারা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত তা খুঁজে বার করার চেষ্টা চলছে।