নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: ভারতের ছাত্র ফেডারেশন (SFI) ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) খড়্গপুর শহর পূর্ব লোকাল কমিটির যৌথ উদ্যোগে আলোর উৎসবের এই সময়ে RED STAR BOOK STALL এর উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুরে খড়্গপুর শহরের ইন্দাতে।
অনাড়ম্বর আন্তরিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SFI-এর অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সম্পাদক সবুজ ঘোড়াই, DYFI এর প্রাক্তন জেলা নেতৃত্ব অসিত সরকার, DYFI পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক সুমিত অধিকারী, জেলা সভাপতি কৌশিক দে, SFI পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক রণিত বেরা, DYFI খড়্গপুর শহর পূর্ব লোকাল কমিটির সম্পাদক কমরেড সৈয়দ সাদ্দাম আলী সহ অন্যান্যরা।

উদ্বোধনের সময় থেকেই কর্মী সমর্থক ও সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন বুক স্টলে। সেই দলে যেমন কলেজ পড়ুয়া, চাকরিজীবী এবং অন্যান্য পেশার মানুষ ছিলেন তেমন বই প্রেমী কচি কাঁচাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।