পাটনা: মাত্র ২৬ সেকেন্ডে শেষ হয়ে গেল NDA-র নির্বাচনী ইস্তাহার প্রকাশের অনুষ্ঠান! বিহার ভোটের মুখে এমন ঘটনায় তীব্র কটাক্ষ ছুঁড়েছেন বিরোধী দলগুলি। কেউ বলেছেন, ‘এটা নির্বাচনী ঠাট্টা’, কেউ আবার বলছেন, ‘প্রশ্নের মুখে পড়তে ভয় পেয়েছেন নীতীশ কুমার ও বিজেপি’।
শুক্রবার পাটনায় এনডিএর হয়ে ইস্তাহার প্রকাশ করেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। কিন্তু বিস্ময়করভাবে পুরো প্রেস কনফারেন্স শেষ হয় মাত্র ২৬ সেকেন্ডে। নীতীশ কুমারও উপস্থিত ছিলেন কিন্তু মুখ খোলেননি একবারও। তাই সুযোগ পেয়েই গোটা বিষয় নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধী দলের নেতারা।
কংগ্রেস নেতা অশোক গেহলট বলেন, “এনডিএর এই ইস্তাহার একগুচ্ছ মিথ্যার জাল ছাড়া আর কিছু নয়। মাত্র ২৬ সেকেন্ডে প্রেস কনফারেন্স মানে নিজেদের প্রতিশ্রুতির উপরই বিশ্বাস নেই ওদের!” তিনি আরও কটাক্ষ করে বলেন, “যদি সত্যিই উন্নয়ন করে থাকেন, তাহলে আগে গত ২০ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করুক এনডিএ।”
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর কথায়, “এটা কোনও ‘ইস্তাহার’ নয়, এটা আসলে ‘সরি পত্র’। জনগণের সঙ্গে প্রতারণা করার পর ক্ষমা চাওয়া উচিত, প্রতিশ্রুতি নয়।”
সোশ্যাল মিডিয়াতেও এই ‘২৬ সেকেন্ডের’ ইস্তাহার প্রকাশ নিয়ে ঝড় উঠেছে। বহু নেটাগরিক লিখেছেন— “যে জোট নিজেদের ইস্তাহার ব্যাখ্যা করতে ৩০ সেকেন্ড সময়ও দিতে পারে না, তারা রাজ্য চালাবে কী করে?”
নীতীশ কুমার বা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনায় এনডিএর প্রচারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিহার নির্বাচনের আগে এমন সংক্ষিপ্ত ইস্তাহার প্রকাশ বিরল ঘটনা। তাই প্রশ্ন উঠছে— সত্যিই কি আত্মবিশ্বাস হারিয়েছে এনডিএ? নাকি এটা ছিল একেবারে পরিকল্পিত ‘নিরব কৌশল’? উত্তর দেবে সময় দেবে।