উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে কয়েক লাখ মানুষ আশ্রয় হারিয়েছেন। অসহায় মানুষগুলোর না আছে মাথা গোঁজার ঠাই না আছে খাবার, জলের পর্যাপ্ত সংস্থান। শুধু তাই নয় ঘরবাড়ির সঙ্গে বন্যায় ভেসে গিয়েছে প্রয়োজনীয় নথিপত্রও। প্রথম দিন থেকেই তাঁদের পাশে দাঁড়িয়েছেন বামপন্থী সংগঠনের সদস্যরা।
প্রশাসন যখন পৌঁছতে পারেনি উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকায়, দেখা নেই এলাকার বিডিও বা জনপ্রতিনিধিদের সেই সময় সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জী পৌঁছে গিয়েছেন। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। কলকাতা বা জেলাগুলিতে সাহায্যের ঝুলি নিয়ে পথে নেমেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে সিপিআইএম এবং বামপন্থী গণসংগঠনগুলির নেতা কর্মী সমর্থকরা। কলকাতা থেকে ট্রেন ভর্তি ত্রাণ নিয়ে মাথায় করে তা পৌঁছে দিয়েছেন উত্তরবঙ্গের আর্ত মানুষগুলির কাছে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার বামপন্থী নেতা কর্মীরা অর্থ সংগ্রহের জন্য পথে নেমেছেন। মানুষও তাঁদের সাধ্য মতো অর্থ সাহায্যের পাশাপাশি দিলেন উজাড় করা ভালবাসা।





