নিজস্ব সংবাদদাতা, দাসপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে মাদক পাচারচক্রের সক্রিয় ভাবে যুক্ত থাকার অভিযোগে ধরা পড়ল ৩ যুবক। শুক্রবার ২৪ অক্টোবর রাতে দাসপুর থানার চাঁইপাট এলাকায় অভিযান চালিয়ে এই যুবকদের নিষিদ্ধ কাশির সিরাপ ভর্তি ব্যাগসহ গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন জন— জয়মাল্য পাল (সামাটবেড়িয়া), সৈকত মাইতি (কলোড়া), প্রসেনজিৎ জানা (যদুপুর) শুক্রবার সন্ধ্যা থেকে সন্দেহজনকভাবে ঘুরছিল চাঁইপাট এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে দাসপুর থানার পুলিশ অভিযানে নামে। তিনটি ব্যাগসহ তাদের আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ, যা মাদক হিসাবে ব্যবহার করা হয় বলে জানা গেছে।
ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক দুর্লভ সরকার জানিয়েছেন, ‘চাঁইপাট এলাকায় কিছুদিন ধরেই একটি মাদক পাচারচক্র সক্রিয় ছিল’। এই তিন জনকে গ্রেফতারের মাধ্যমে সেই বড় চক্রের হদিস মিলতে পারে বলে পুলিশের ধারণা।
অভিযানের সময় উপস্থিত ছিলেন দাসপুর ব্লকের বিডিও প্রবীর কুমার শিট, দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি, সেকেন্ড অফিসার তরুণ হাজরা ও বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থল থেকে মাদকদ্রব্যগুলি বাজেয়াপ্ত করেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ৩ জনই অতীতে চুরি, ছিনতাই ও পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করে শনিবার ঘাটাল আদালতে তোলা হয়েছে।
পুলিশের অনুমান, এর পিছনে বড় কোনও চক্র রয়েছে। সে বিষয়েও তদন্ত চলছে।