নিজস্ব প্রতিনিধি, দাসপুর: পশ্চিম মেদিনীপুরে দাসপুরের কলাইকুন্ডুতে বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্তের নারী বিদ্বেষী মন্তব্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহলে। ৩ জানুয়ারি বিকালে কলাইকুন্ডু প্রাথমিক স্কুলের মাঠে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের জনসভা ছিল। সেখানেই উপস্থিত ছিলেন কালীপদ।
বক্তব্য দিতে গিয়ে কালীপদ এক সময় বলেন, ‘এই নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা যেমন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন, তেমনই এমন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরাও আছেন, যাঁরা জোড়াফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদের বলছি, ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্মফুলে, জোড়াফুলে নয়।’
কালীপদের এমন মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়ায়। তাঁর এমন মন্তব্যকে কেউ তালিবানি ফতোয়া, তো কেউ মনুবাদী মানসিকতার প্রকাশ বলে তীব্র কটাক্ষ ও সমালোচনা শুরু করেছেন। কেউ কেউ একে মধ্যযুগীয় বর্বর মানসিকতার প্রকাশ বলেও নিন্দা করেছেন।