নবমের ঈশিকা যেন ভবিষ্যতের ‘ক্যাপটেন’, প্রতিবাদী কিশোরীর মধ্যে যেন মীনাক্ষীর ঝলক!

নিজস্ব সংবাদাদাত, দাসপুর: পশ্চিম মেদিনীপুরে দাসপুর ২ ব্লকের সোনাখালি হাইস্কুলের অডিটোরিয়ামে মেয়েদের ব্রিগেডে নজর কাড়ল নবম শ্রেণির ছাত্রী ঈশিকা মুখার্জী। ১৫ অক্টোবর ওই সভায় সবার সামনে উঠে দাঁড়িয়ে নির্ভিক কণ্ঠে নিজেদের সমস্যা জানাতে শুরু করে সামাটবেড়িয়া গ্রামের বাসিন্দা কলোড়া হাইস্কুলের ছাত্রী ঈশিকা। তাঁর দীপ্ত কণ্ঠে প্রতিবাদের ভাষায় অনেকেই দেখছেন ক্যাপ্টেন মীনাক্ষী ছায়া।

এক দিকে দীর্ঘ দিন স্কুলে শিক্ষক নিয়োগ নেই, বেহাল গোটা বাংলার শিক্ষা ব্যবস্থা। তার উপর সম্প্রতি প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার কোপ পড়েছে ঈশিকার স্কুলেও। ইতিহাসের মাত্র ১ জন শিক্ষক। যিনি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ইতিহাসের ক্লাস নিচ্ছেন। এ ছাড়াও তার স্কুলে নানান সাবজেক্টে শিক্ষকের অপ্রতুলতার কথা তুলে ধরে ঈশিকা।

ঈশিকার বাবা পেশায় স্কুল শিক্ষক, দীর্ঘ দিনের গণনাট্যের নেতৃত্ব। সেই আগুন ছড়িয়ে আছে ঈশিকার ধমনীতেও। আর জি কর কাণ্ডের পর কলোড়া স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের ডাকে প্রতিবার মিছিলেও উজ্জ্বল উপস্থিতি দেখা গিয়েছে ইশিকার। গোটা মিছিলে মাইক হাতে স্লোগান দিতে দেখা যায় দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে।

এবার স্কুলের সমস্যা নিয়ে যে ভাবে ঈশিকা মেয়ের ব্রিগেডে গোটা ছাত্র সমাজের প্রতিনিধি হয়ে সমস্যার কথা স্পষ্ট ভাবে তুলে ধরল তা কি পৌঁছবে, সব অভিভাবকদের কানে। নাকি বারে বারে চাকরি চোরেরা চুরি করে নিয়ে যাবে ইশিকাদের ভবিষ্যৎ! জবাব দেবে সময়।

One thought on “নবমের ঈশিকা যেন ভবিষ্যতের ‘ক্যাপটেন’, প্রতিবাদী কিশোরীর মধ্যে যেন মীনাক্ষীর ঝলক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *