নিজস্ব প্রতিবেদন: রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন হয়। সেদিনই ভোটের ফল ঘোষণা করা হয়ে যায়। সেখানে খাতা খুলতেই পারল না শাসক দল তৃণমূল কংগ্রেস। ভুরি ভুরি দুর্নীতি ও অপশাসনের অভিযোগের পরেও যে তৃণমূল জিতে আসছিল, সেই ছবি বদলে গিয়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের। এই ভোটের ফলই তার প্রমাণ।
হাই মাদ্রাসার পরিচালন বোর্ডের ৬টি আসনেই হেরেছে তৃণমূল। তৃণমূলকে শূন্য করে জয় ছিনিয়ে নিয়েছে সিপিআই(এম), কংগ্রেস ও আইএসএফের সংযুক্ত মোর্চা। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে এমন ফলাফল বাম, কংগ্রেস ও আইএসএফের কর্মী-সমর্থকদের মধ্যে বিশাল উৎসাহ জোগাবে বলে দাবি জয়ী প্রার্থীদের।
জয়ের পর সংযুক্ত মোর্চার প্রার্থী হবিবুর রহমান বলেন, “বিধানসভা নির্বাচনে আরও ভাল ফল হবে। তার নমুনা এই হাই মাদ্রাসার নির্বাচন দেখিয়ে দিল। সব আসনেই জিতেছি আমরা। সাধারণ মানুষ আমাদের পাশে আছেন কি না, তার প্রমাণও আমরা হাতেনাতে পেয়ে গেলাম। সব চক্রান্ত উপেক্ষা করে এই জয় ছিনিয়ে এনেছি আমরা। কর্মী-সমর্থক, সাধারণ মানুষ—সবাই আমাদের পাশে আছেন। আগামী নির্বাচনে আরও ভালো ফল আসবে।”
সংযুক্ত মোর্চার আর এক জয়ী প্রার্থী শফিকুল সর্দার বলেন, “সিপিআই(এম), কংগ্রেস ও আইএসএফ জোটের উপর রাজ্যের মানুষ ভরসা রাখছেন। ২০২৬-এর ভোটের আগে এটা বড় অক্সিজেনের কাজ করবে। এই জোট বিধানসভা নির্বাচনে আরও ভাল ফল করবে। গত কয়েক দিন ধরে কর্মী-সমর্থকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের লাগাতার নানা হুমকি দেওয়া হচ্ছিল। সব পরিবেশ-পরিস্থিতি ও বাধা-বিপত্তি সামলে তাঁরা ভোট করেছেন এবং জিতেছেন। এখন উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।”
এই জয়ের পর কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জয়ী প্রার্থীরা এবং তাঁদের দলের নেতারা। তাঁদের বিশ্বাস, আগামীর ভোটে স্বরূপনগরের মাটিতে তাঁরা আরও বড় জয় পাবেন।