নারী আন্দোলনের গড় হয়ে ওঠা ডেবরায় মহিলা সমিতির প্রকাশ্য সমাবেশের দিকে নজর থাকবে বাংলার

নিজস্ব সংবাদদাতা, ডেবরা: সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (AIDWA)-র ১৮তম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন শেষে রবিবারের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন রাজ্যের বর্তমান গণআন্দোলনের মুখ তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। ডেবরায় ‘নারীর নিরাপত্তার অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকারের দাবি’কে সামনে রেখে ৮ ও ৯ নভেম্বর আয়োজন করা হয়েছে সম্মেলনের। সম্মেলন শেষে প্রকাশ্য সমাবেশের দিকে নজর থাকবে গোটা রাজ্যের রাজনৈতিক মহল ও নাগরিক সমাজের।

সম্প্রতি রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় খবরে উঠে এসেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লক। সেই ডেবরাকে মহিলা সমিতির জেলা সম্মেলনের জন্য বেছে নেওয়াটাই একটি অনন্য সিদ্ধান্ত। আর বেছে নেওয়া হবে নাই বা কেন, এই ডেবরাই কার্যত গোটা জেলাকে শ্রমজীবী মহিলাদের আন্দোলনের পথ দেখাচ্ছে। নারী নিরাপত্তার প্রশ্নে, মহিলাদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলন হোক বা ক্ষেতমজুরদের অধিকারের লড়াই, বিপ্লবের মাটির এই জেলাকে অনেকটা সাহস যোগাচ্ছে ডেবরা।

শনিবার গোটা জেলা থেকে বর্ণাঢ্য মশাল মিছিল চন্দ্রকোণা টাউন থেকে ক্ষীরপাই, ঘাটাল, দাসপুর হয়ে ডেবরায় পৌঁছয়। ছবি পাখিরা ও শুক্লা ঘোষরা সেই মশাল তুলে দেন সংগঠনের জেলা সম্পাদিকা নাসিমা বিবির হাতে। নার্গিস বেগম, রেখা মণ্ডল মঞ্চে (সুকান্ত সদন) এবং কমরেড করুণা ব্যানার্জি নগরকে পতাকা, ফেস্টুন ও ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে।

সম্মেলন থেকে নতুন কমিটি কী হয়, সে দিক যেমন নজর কাড়বে, তেমনই মহম্মদ সেলিম ও গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ রাজ্যের নারী নির্যাতন রোধ থেকে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে কী বার্তা দেন, সে দিকেই নজর থাকবে বাংলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *