নিজস্ব সংবাদদাতা, শালবনি: পশ্চিম মেদিনীপুর জেলার সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের (AIARWU) তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর ২০২৫, শালবনির তুষার ভবনে। সম্মেলনের মঞ্চের নামকরণ করা হয়েছে পল্টু সরেন মঞ্চ এবং পল্লীর নাম সুন্দর হাজরা পল্লী।
মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও তুষার ভবনে অনুষ্ঠিত হয় সম্মেলনের অভ্যর্থনা কমিটি গঠন এবং লোগো প্রকাশ অনুষ্ঠান। সভায় বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলনের নেতা বিজয় পাল, সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, জেলা সম্পাদক চিত্ত পাল। সভার সভাপতিত্ব করেন জেলা সভাপতি অমলেশ বসু।
সম্মেলনের লোগো প্রকাশ করেন খেতমজুর আন্দোলনের প্রবীণ নেতা ও জেলার সহ-সভাপতি সুবোধ রায়।
অভ্যর্থনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুনীল সামন্ত, কার্যকরী সভাপতি শ্যাম পান্ডে, এবং সম্পাদক লক্ষ্মীকান্ত ঘোষ।
সভায় জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের দাবি ও অধিকার রক্ষায় এই সম্মেলন হবে আগামী দিনের আন্দোলনের রূপরেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ মঞ্চ।