কোহলি কি বিশ্বকাপে জায়গা পাকা করতে চাইছেন, সতীর্থর ইনস্টা পোস্ট ঘিরে জল্পনা!

দীনেশ কার্তিকের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। ইনস্টা পোস্টে একটি ভিডিওতে কার্তিক দাবি করেছেন, বিশ্বকাপে জায়গা করে নিতে প্রচুর পরিশ্রম করছেন বিরাট কোহলি। এবং যদি কোহলি বিশ্বকাপের দলে থাকেন তবে তাতে দলের লাভ হবে বলেও কার্যত দাবি করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় ২০২৭-এর অক্টোব নভেম্বরে বসতে চলেছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। যার দল এখনও ঘোষণা না হলেও, নতুন এবং পুরনো এত প্রতিভাবান এবং ফর্মে থাকা ক্রিকেটার টেস্ট, ওয়ানডে এবং টি ২০তে ভাল পারফর্ম করছেন সেখানে এক কথায় বলে দেওয়া যাবে না কে জায়গা পাবে আর কে পাবে না। এমন পরিস্থিতিতে আইপিএলে বেঙ্গালুরু দলের সতীর্থ দীনেশ কার্তিকের ইনস্টা পোর্ট নতুন আলোচনার মশলা ছড়িয়েছে।

কার্তিক তাঁর পোস্টে তথ্য পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন কী ভাবে দক্ষিণ আফ্রিকা বা বিশ্বকাপে কোহলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং বাকিরা এত চালিয়ে খেলার সুযোগ পান কারণ, তাঁরা জানেন দ্রুত আউট হয়ে গেলেও কোহলি ঠিক সামলে নেবেন। তাই কার্তিক কার্যত বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে কোহলির হয়ে ব্যাটিং করলেন।

টেস্ট এবং টি ২০ ফরম্যাট থেকে কোহলি অবসর নিলেও ওয়ানডে থেকে সরে দাঁড়াননি। তাই ওয়াকিবহাল মহলের দাবি ২০২৭-এর বিশ্বকাপে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। এখন দেখার কোহলি সত্যিই বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেন কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *