তাল কেটে গেল তৃণমূলের শহিদ তর্পণ দিবস পালন। পশ্চিম মেদিনীপুরে নেতাইয়ের ঘটনা।গ্রামের সিংহভাগ মানুষ তৃণমূলের অনুষ্ঠান বয়কট করেছিলেন। কারণ এই সরকারের আমলে দীর্ঘদিন নেতাই হাই স্কুলে কোনও শিক্ষক নিয়োগ হয়নি।
মাত্র ৪ জন শিক্ষক দিয়ে চলছে আস্ত একটি হাই স্কুল।শিক্ষকের অপ্রতুলতার কারণে নবম শ্রেণিতে এবার কাউকেই ভর্তি নেওয়া হয়নি। তার উপর স্কুলের বিভিন্ন শ্রেণির ৬৬ জন পড়ুয়াকে টিসি নিতে বাধ্য করা হচ্ছে।
গ্রামের স্কুলে গ্রামের পড়ুয়ারা পরিযায়ী হতে যাবে কেন? এই প্রশ্ন তুলে তুমুল বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্রছাত্রীরা। বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের অনুষ্ঠানে যোগ দিতে আসা মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ তৃণমূলের নেতারা। ছাত্রছাত্রীদের বিক্ষোভ সামলাতে হিমসিম খেতে হয় পুলিশ বাহিনীকেও।
ছাত্রছাত্রীদের বিক্ষোভ আর গ্রামবাসীদের বয়কটের মুখে পড়ে কার্যত নঃমনঃম করে সারতে হয় অনুষ্ঠান। তবে এরপরেও প্রান্তিক এই গরিব পরিবারের ছাত্রছাত্রীরা শিক্ষক বা শিক্ষা পাবে কিনা, সে প্রশ্ন রয়েই গেল।