বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনার আবহে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বেগজনক মন্তব্য করলেন রাশিয়ার প্রভাবশালী দার্শনিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক আলেক্সান্ডার দুগিন। তাঁর দাবি, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বিচার করলে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় অনিবার্য বলেই মনে হচ্ছে।
আলেক্সান্ডার দুগিনকে প্রায়শই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ তাত্ত্বিক ও আদর্শিক পরামর্শদাতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
দুগিন বলেন, ইতিহাসের প্রতিটি বিশ্বযুদ্ধের পিছনেই কিছু নির্দিষ্ট শক্তি মুখ্য ভূমিকা পালন করেছে। বর্তমান সময়েও সেই চিত্র বদলায়নি। তাঁর মতে, একদিকে রয়েছে তথাকথিত ‘সম্মিলিত পশ্চিমা জগৎ’। এই পশ্চিমা শক্তি দুটি রূপে কাজ করছে—একদিকে তারা নিজেদের উদার বিশ্বায়ন ও গণতন্ত্রের ধারক হিসেবে তুলে ধরছে, অন্যদিকে বাস্তবে বিশ্বে একচেটিয়া আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।
অন্যদিকে, দুগিনের বিশ্লেষণে উঠে এসেছে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উদীয়মান শক্তিগুলির নাম। এই শিবিরে তিনি রাশিয়া, চীন এবং ভারতের কথা উল্লেখ করেন। তাঁর মতে, এই দেশগুলিই পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি বিকল্প বিশ্বব্যবস্থার রূপরেখা তৈরি করছে।
দুগিন আরও দাবি করেন, এই দুই প্রধান শিবিরের বাইরে থাকা দেশ ও গোষ্ঠীগুলি মূলত এই বৈশ্বিক সংঘাতের সরাসরি অংশগ্রহণকারী নয়। বরং তারা বৃহৎ শক্তিগুলির কৌশলগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনকভাবে, আলেক্সান্ডার দুগিন আশঙ্কা প্রকাশ করেন যে চলতি বছরেই বিশ্ব ‘সবার বিরুদ্ধে সবাই’—এমন এক সর্বাত্মক সংঘাতের মুখোমুখি হতে পারে। তাঁর মতে, এই সংঘাতের মাধ্যমেই ভবিষ্যতের বিশ্বব্যবস্থা নির্ধারিত হবে এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের নতুন কাঠামো গড়ে উঠবে।