নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শ্রমিকস্বার্থ বিরোধী চারটি শ্রমকোড বাতিল এবং সেলস প্রমোশন এমপ্লয়ী আইন (SPE Act, 1976) রক্ষার দাবিতে সোমবার মেদিনীপুর শহরের কেরানিতলা চত্বরে অবস্থান বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন (WBMSRU)। সংগঠনের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে দক্ষিণবঙ্গের চার জেলা— পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া থেকে বিপুল সংখ্যক মেডিকেল ও সেলস প্রমোশন ফিল্ডকর্মী অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ২১ নভেম্বর সারা ভারত জুড়ে যে চারটি শ্রমকোড কার্যকর হয়েছে, তা শ্রমিকদের অধিকার খর্ব করছে। এই শ্রমিক-মারা শ্রমকোড বাতিল করে দীর্ঘদিনের সুরক্ষা আইন SPE Act, 1976 বজায় রাখার দাবিই ছিল এই আন্দোলনের মূল দাবি। পাশাপাশি মেডিকেল ও সেলস প্রমোশন কর্মীদের জন্য বিধিবদ্ধ কাজের নিয়মাবলী প্রণয়ন, হাসপাতাল সহ বিভিন্ন কর্মক্ষেত্রে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলা হয়।
কেরানিতলা থেকে মিছিল করে আন্দোলনকারীরা পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতর অভিযান করেন। সংগঠনের ওয়ার্কিং কমিটির সদস্য চন্দ্রনাথ ব্যানার্জি এবং জেলা সম্পাদক ও রাজ্য নেতৃত্ব শংকর ঘোষের নেতৃত্বে একটি ডেপুটেশন অতিরিক্ত জেলা শাসকের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক শংকর ঘোষ, প্রসেনজিৎ সিনহা, শ্যামলেশ পান, জগন্নাথ নায়েক-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। চার জেলা থেকে রাজ্য কমিটির নেতৃত্ব ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে আন্দোলনের মঞ্চে সংগঠনের নেতৃত্বরা তাঁদের পেশাগত দাবির পাশাপাশি সাধারণ মানুষের জন্য ওষুধ সংক্রান্ত বিভিন্ন দাবিও তুলে ধরেন।
সভা থেকে জানানো হয়, শ্রমিক স্বার্থ বিরোধী এই শ্রমকোড প্রত্যাহারের দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন।
