নিজস্ব প্রতিবেদন: লালকেল্লার কাছাকাছি এলাকায় সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী নয়া দিল্লি। বিস্ফোরণে মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। তাতেই অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন আরও ২৪ জন।
বিস্ফোরণের অভিঘাতে আশপাশে দাঁড়িয়ে থাকা অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও দমকল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের প্রকৃতি ও কারণ জানতে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে।
ঘটনার পর দিল্লির পাশাপাশি মুম্বই ও উত্তরপ্রদেশে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, অফিস চত্বর ও জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চলছে যানবাহন ও যাত্রী তল্লাশি।
দিল্লি ও উত্তরপ্রদেশের সীমান্তে নজরদারি আরও কড়া করা হয়েছে। রাজস্থান ও দিল্লির সংযোগস্থলেও বাড়ানো হয়েছে টহল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে আরও কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার চেষ্টা চলছে। কোনও সম্ভাবনাই আপাতত উড়িয়ে দেওয়া হচ্ছে না।
দিল্লি পুলিশের এক সিনিয়র অফিসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একাধিক দিক থেকে তদন্ত চলছে।” বিস্ফোরণের পর রাত থেকেই লালকেল্লা-সংলগ্ন এলাকা সাধারণ মানুষের প্রবেশের জন্য বন্ধ রাখা হয়েছে।