নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা নয় কেন? অসমের বিতর্কের পর উঠছে প্রশ্ন!

ওয়েব ডেস্ক: অসমে‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গান গাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়েছে তাতে নতুন মাত্রা যোগ হল। রাজ্যের কংগ্রেস নেতারা এই গান গাওয়ায় তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের নির্দেশ দিয়েছে আসাম সরকার। কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে— একই গান তো ২০১৪ সালে কলকাতার ব্রিগেডে জনসভা থেকে নিজে বলেছিলেন নরেন্দ্র মোদী। তাহলে তাঁর বিরুদ্ধেও কি রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত?

ঘটনা ২০১৪ সালের ফেব্রুয়ারির। লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রচার সভায় প্রথমবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভাষণ দেন নরেন্দ্র মোদী। বক্তৃতার এক পর্যায়ে তিনি ভাঙা ভাঙা বাংলায় বলেন, “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” — বাংলার মাটির সঙ্গে সম্পর্ক বোঝাতে এবং উপস্থিত জনতার সমর্থন পেতে এই লাইনটি ব্যবহার করেন তিনি। সেই ভিডিও এবং বক্তব্য আজও ইন্টারনেটে সহজলভ্য।

এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, বিরোধী দলের নেতারা যদি গানটি গিয়ে থাকেন তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উঠলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নয় কেন। এই প্রশ্ন তুলে বেশ কয়েকটি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অক্টোবরের শেষ সপ্তাহে আসামের এক রাজনৈতিক সভায় কংগ্রেসের এক নেতা একই গান গাওয়ায় সেখানে রাষ্ট্রদ্রোহ (Sedition) আইনে মামলা করার নির্দেশ দেয় বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। তাদের অভিযোগ— গানটি বাংলাদেশের জাতীয় সংগীত, তাই সেটি জনসমক্ষে গাওয়া “রাষ্ট্রবিরোধী কার্যকলাপ” হিসেবে গণ্য হতে পারে।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ আজ বাংলাদেশের জাতীয় সংগীত। গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রচিত হয়েছিল, যা মূলত বাংলা মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “একই গান নিয়ে দুই ভিন্ন পরিস্থিতিতে দুই বিপরীত প্রতিক্রিয়া” জনমনে প্রশ্ন তুলছে— তখন প্রশংসা, এখন মামলা কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *