মার্কিন ভিসা বিজ্ঞাপনে ভারতকে ‘টার্গেট’ ট্রাম্প প্রশাসনের, সমস্যা বাড়লেও মোদী নিরবই!

ওয়েব ডেস্ক: আমেরিকার শ্রম দফতর (United States Department of Labor) সম্প্রতি এক বিজ্ঞাপন প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে—“আমেরিকান স্বপ্ন চুরি হয়ে গেছে” কারণ এইচ -১ বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের দিয়ে আমেরিকান যুবক-কর্মীদের চাকরি নিচ্ছে। বিশেষত ভারতীয়দের সংখ্যা এই ভিসায় সবচেয়ে বেশি

বিজ্ঞাপনে বলা হয়েছে, “৭২ % এইচ-১বি ভিসা অনুমোদন ভারতীয়দেরই দেওয়া হচ্ছে।” সেই সঙ্গে ভিসার “দুর্ব্যবহার” রুখতে সেপ্টেম্বর ২০২৫–এ চালু হয়েছে প্রজেক্ট ফায়ারওয়াল নামের নতুন কর্মসূচি। এটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম দফতর ও স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরের যৌথ উদ্যোগ, যার মূল উদ্দেশ্য— H-1B ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ করা এবং আমেরিকান নাগরিকদের চাকরির স্বার্থ রক্ষা করা।

বিজ্ঞাপনের ঘটনায় ভারতীয় প্রযুক্তি-খাতে কর্মরত বহু কর্মীর অবস্থা আরও করুণ হয়ে উঠতে চলেছে। নতুন নিয়মের মুখে তাঁরা এখন ‌অস্থির ও বিভ্রান্ত। তথ্য বলছে, ভারতের সব চেয়ে বড় ভিসা উৎস আমেরিকা হওয়ার পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করতে পারছেন না।

প্রধানমন্ত্রী মোদির আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচার ও সমর্থন জানানোর পরেও ভারতের জন্য কোনও উল্লেখযোগ্য সুবিধা আনতে পারেননি। উল্টো, শুল্ক ও ভিসার সমস্যাগুলো আজ আরও প্রকট রূপ নিচ্ছে। ভারত সরকারের তরফে বিষয়গুলি নিয়ে কিছু ভাসা ভাসা বক্তব্য এলেও সমস্যা সমাধানের কোনও দৃষ্টিগোচর ফল দেখা যাচ্ছে না।

আমেরিকার দিকে থেকে আসা এই নতুন সংকেত স্পষ্ট—তারা অগ্রাধিকার দেব আমেরিকান কর্মীদের। ভারতীয় প্রযুক্তি-মানবসম্পদে মার্কিন ভিসা-সিস্টেমের এমন চাপ তৈরি হলে ভারতের ভেতরে ও বাইরে চাপ তৈরি হবে। তবে সব নিয়ে মোদী সরকার যে ভাবে নিরব তা নিয়ে প্রশ্ন উঠছে যুব সমাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *