নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল SIR (Special Intensive Revision) — অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের বিশেষ পর্ব। নির্বাচন কমিশনের তরফে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বুথভিত্তিক বুথ লেভেল অফিসারদের (BLO) নাম ও ফোন নম্বরের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রত্যেক ভোটার এখন নিজের বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
কীভাবে চলবে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া?
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে BLO-রা নির্দিষ্ট দিনে বসবেন এবং নতুন ভোটার সংযোজন বা পুরনো তথ্য সংশোধনের কাজ হাতে নেবেন। আবেদনকারীদের পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের জন্য নির্দিষ্ট কিছু সরকারি নথি দাখিল করতে হবে।
নির্বাচন কমিশনের প্রকাশিত ১১টি বৈধ নথি
নিচে দেওয়া হলো সেই নথিগুলির তালিকা, যেগুলির মধ্যে যেকোনও একটির মাধ্যমে নিজের নাগরিকত্ব ও পরিচয় প্রমাণ করা যাবে —
১️. রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিচয়পত্র
২️. আপনার নামে ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও সরকারি বা আধা-সরকারি নথি — যেমন ব্যাঙ্ক, পোস্ট অফিস বা LIC-এর সার্টিফিকেট
৩️. জন্মের শংসাপত্র
৪️. ভারতের পাসপোর্ট
৫️. স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেমন মাধ্যমিকের সার্টিফিকেট
৬️. রাজ্যের দেওয়া স্থায়ী বাসিন্দা (Permanent Residence) সার্টিফিকেট
৭️. বন অধিকার শংসাপত্র (Forest Dwellers-এর ক্ষেত্রে)
৮️. জাতি শংসাপত্র — ওবিসি/এসসি/এসটি প্রভৃতি
৯️. জাতীয় নাগরিক পঞ্জি (NRC)-এর অন্তর্ভুক্ত নথি (যেখানে প্রযোজ্য)
১০. রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের ফ্যামিলি রেজিস্টার
১১️. সরকারের দেওয়া জমি বা বাড়ির নথি — দলিল, পরচা ইত্যাদি
কাদের এই নথি দেখাতে হবে না
নির্বাচন কমিশনের নির্দেশে, যাঁদের নাম ২০০২ বা ২০০৩ সালের SIR তালিকায় আগে থেকেই রয়েছে, তাঁদের আলাদা করে নথি দেখাতে হবে না। এমনকি সেই বছরের তালিকায় বাবা বা মায়ের নাম থাকলে তাঁদের সন্তানদেরও অতিরিক্ত কাগজ জমা দিতে হবে না। তাঁরা সাধারণ প্রক্রিয়ায় নাম সংশোধন বা সংযোজনের আবেদন করতে পারবেন।
BLO তালিকা নিচে দেওয়া হল
প্রতিটি জেলার নির্বাচনী অফিস থেকে ইতিমধ্যেই বুথভিত্তিক BLO-র নাম, পদবি ও ফোন নম্বরসহ তালিকা প্রকাশিত হয়েছে। ভোটাররা সংশ্লিষ্ট জেলার নির্বাচন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে অথবা স্থানীয় অফিসে যোগাযোগ করে নিজের এলাকার BLO-এর তথ্য জানতে পারবেন।
তালিকা: