খবরে জেনারেশন ছোট ছোট শিশু কিশোরদের প্রতিভাকে আরও বিকশিত করতে একটি মঞ্চ দেওয়ার নিরন্তন চেষ্টা চালিয়ে যাব। যারা ভাল ছবি আঁকতে পারে, তারা তাদের আঁকা ছবিটিকে ক্যামেরাবন্দি করে আমাদের ইমেল করে দিন khabaregeneration@gmail.com -এ। সঙ্গে জানাবেন, নাম বয়স কোন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান এবং কোনও শ্রেণিতে পড়ে।
আমরা সেই ছবিগুলির মধ্যে থেকে প্রতি সপ্তাহে বেছে নেব সেরা ছবিগুলি। এবং সেগুলি প্রকাশ করব খবরে জেনারেশনের ‘কিশলয়’-এর পাতায়। এবং আপনারা তা জানতে পারবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যে। তাই আমাদের facebook পেজ এবং Whatsapp চ্যানেলটি ফলো করুন ও নজর রাখুন।
উপরে প্রচ্ছদের ছবিটি এঁকেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, বোলপুরের পঞ্চম শ্রেণির ছাত্র অভিঋষি পাল।
নিজের প্রিয়জনদের কাছে এই খবরটি পৌঁছে দিতে শেয়ার করুন প্রতিবেদনটি।