সাংবাদিক সমৃদ্ধ দত্তের কলমে জনগণের বঞ্চনার ব্যথা ‘জনগণমন’

নির্মলেন্দু কুণ্ডু

আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম শব্দ বা আমাদের সংবিধানের প্রস্তাবনার শুরুতেই একটা শব্দ খুব জোর দিয়ে বলা আছে – জনগণ বা We the People. কিন্তু আমরা যারা এ দেশে বাস করছি, প্রতি মুহূর্তে অনুভব করছি আমাদের গণতন্ত্রে ‘by the people, of the people, for the people’ বলা হলেও আদতে আমরা কতখানি জরুরি আমাদের শাসকবর্গের কাছে। একটা প্রচলিত বাংলা প্রবাদকে একটু ঘুরিয়ে বললেই ভালো হয় – “ভোটের বেলায় কাজী, ভোট ফুরোলেই পাজি”। সেই জনগণের বঞ্চনার কথা, তাদের লড়াইয়ের কথা, সব থেকেও কিছু না থাকার কথা, স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন দেখার কথাই ফুটে উঠেছে বিশিষ্ট সাংবাদিক সমৃদ্ধ দত্তের বইটিতে।

সাংবাদিক হিসেবে বিভিন্ন অঞ্চলে নিউজ কভার করতে গিয়ে লেখক যে অভিজ্ঞতার স্বাদ পেয়েছেন, তাকে বিভিন্ন পরিসংখ্যানগত তথ্যের নিরিখে বিচার-বিশ্লেষণ করে এই গ্রন্থে সন্নিবেশিত করেছেন। খেটে খাওয়া প্রান্তিক মানুষ, যাদের আমরা তথাকথিত নাগরিক সমাজ অল্পবুদ্ধিসম্পন্ন ছোটোলোক বলে গণ্য করি, তাদের দৈনন্দিন লড়াই, বঞ্চনা, অপমান, আর লড়াইয়ে জিততে না পেরে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার মর্মান্তিক বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি। সাথে প্রশ্ন করেছেন রাষ্ট্রকে, রাষ্ট্রের নীতিনির্ধারকদের। যে স্বপ্নের ফানুসে আমাদের ভাসিয়ে রাখেন আমাদের মহামহিমরা, সেই ফানুস ফাটিয়ে বাস্তবের রুক্ষ মাটিতে ফেলেছেন আমাদের।

পড়তে পড়তে মনে হবে, সত্যিই তো, এ তো আমাদেরও প্রশ্ন, কিন্তু আমরা তো প্রশ্ন তুলি না। মনে পড়বে আমাদের চরিত্র নিয়ে কবির সেই বিখ্যাত উক্তি – “অন্নপায়ী বঙ্গবাসী স্তন্যপায়ী জীব”। শুধু বঙ্গবাসী নয়, ভারতবাসীও আজ সরকারের দেখানো স্বপ্নে মশগুল। শুধু দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নয়, লেখক আঙুল তুলেছেন আমাদের বৈদেশিক নীতি নিয়েও।

ভারত – আমেরিকা – রাশিয়া বাণিজ্য নিয়ে টানাপোড়েন বা সাম্প্রতিক বাংলাদেশের ভারত-বিদ্বেষ — এমন নানা টাটকা বিষয়ে কমেন্ট্রি করেছেন লেখক। তবে সবটাই কি নেগেটিভ কথা? নাঃ, তিনি আমাদের শুনিয়েছেন কিছু বাস্তব রূপকথাও। কিছু লড়াইয়ের সার্থকতার গল্প। যে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কিছু ভারতীয়। তাই লেখকের শেষ কথাগুলো যেন হয়ে ওঠে আমাদেরও কথা —”জনগণ কিন্তু কথা রেখেছে। রাষ্ট্রের প্রতি সে আনুগত্য দেখিয়ে চলেছে। এবার রাষ্ট্রের দায়িত্ব জনগণমনের মনের কথা শোনা। রাষ্ট্রই শুধু যেন জনগণমনের অধিনায়ক না হয়। জনগণমনও হয়ে উঠুক রাষ্ট্রের অধিনায়ক! তবেই তো সফল হবে সেই মন্ত্র: জয় হে!”

জনগণমন
সমৃদ্ধ দত্ত
দে’জ পাবলিশিং
প্রচ্ছদ : মৃণাল শীল
জানুয়ারি ২০২৫
বিনিময় : ৩৫০/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *