নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: নিখিল বঙ্গ শিক্ষক সমিতির(ABTA) পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর মহকুমা শাখার একাদশ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনের সূচনা হয় সংগঠনের সূর্য রঞ্জিত পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে।
সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি, শোকপ্রস্তাব উত্থাপন করেন সংগঠনের মহকুমা শাখার সভাপতি সুরেশ পড়িয়া। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের রাজ্য নেতৃত্ব ও ‘শিক্ষা ও সাহিত্য‘ পত্রিকার সম্পাদক রানা ভট্টাচার্য। সম্পাদকীয় প্রতিবেদন ও জবাবী বক্তব্য পেশ করেন মহকুমা শাখার সম্পাদক শ্যামল ঘোষ। আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ প্রণব হড়।
সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন বিভিন্ন আঞ্চলিক শাখার ২২ জন প্রতিনিধি। সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন, জেলা সম্পাদক জগন্নাথ খাঁন। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব মৃণাল কান্তি নন্দ, প্রভাস রঞ্জন ভট্টাচার্য, সুমন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ ও বিপদতারণ ঘোষ। সম্মেলন পরিচালনা করেন সুরেশ পড়িয়ার নেতৃত্বে সভাপতিমন্ডলী। সম্মেলনে ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপিত ও সমর্থিত হয়। সম্মেলনের শেষলগ্নে আগামী তিন বছরের জন্য নতুন মহকুমা কমিটি গঠিত হয়। আগামী জেলা সম্মেলনের জন্য প্রতিনিধির নামও নির্বাচিত হয়।
সম্মেলন স্থলের নামকরণ করা হয়েছিল প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও প্রয়াত সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক অধিক্রম সান্যালের নামে।
নতুন মহকুমা কমিটির সভাপতি ও সম্পাদকের নাম উল্লেখ থাকলে ভালো হতো।